ওপেন নাকি নম্বর ৩? যশস্বীর ব্যাটিং অর্ডার নিয়ে দ্বিধায় ভারতীয় দল!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সবকিছু ঠিকঠাক থাকলে ডোমিনিকার উইন্ডোজ পার্কে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটতে চলেছে যশস্বী জয়সওয়ালের। সোমবার অনুশীলনের সময় মুম্বইয়ের এই তরুণ ক্রিকেটার অনেক বেশি শান্ত ও মনযোগী ছিলেন। ঈশান কিষানের সাথে ব্যাটিং অনুশীলনের সময়ও যশস্বীকে বেশ আত্মবিশ্বাসী দেখায়। রাজস্থান রয়্যালসের এই বাঁহাতি ওপেনারকে প্রস্তুতি শিবিরে ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের সাথে দীর্ঘক্ষণ আলোচনা করতে দেখা যায়।
আরও পড়ুন- ওয়েস্ট ইন্ডিজের আয়োজনে অখুশি ভারত, প্রথম টেস্টের আগে চিন্তায় ম্যানেজমেন্ট
ভারতীয় ম্যানেজমেন্টের এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তার বিষয় হল যশস্বীকে ওপেন করানো হবে নাকি ৩ নম্বর পজিশনে নামানো হবে। প্রস্তুতি ম্যাচে যশস্বী, রোহিত শর্মার সাথে ওপেন করেন এবং অর্ধশতরান করে সকলের নজর কারেন। অন্যদিকে যশস্বীর উদ্দেশ্যে রাহানে বলেছেন যে যশস্বীর উচিত আন্তর্জাতিক ক্রিকেটের কথা না ভেবে নিজের খেলায় মন দেওয়া।
যশস্বী জয়সওয়াল নাকি শুভমান গিল? ওপেন কে করবেন সেই বিষয় এখনও ধোঁয়াশা রয়েছে। যশস্বী একজন ওপেনার ব্যাটার হিসাবেই খেলেন অন্যদিকে গিল ওপেনিংয়ের পাশাপাশি ৩ নম্বরেও খেলতে পারেন। পাঞ্জাব এবং ভারত 'এ' দলের হয়ে গিল তিন নম্বর পজিশনে খেলেছেন। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড় ভারতীয় ব্যাটিং লাইনআপের বিষয় কী সিদ্ধান্ত নেন সেই দিকেই তাকিয়ে ভারতীয় ক্রিকেট ভক্তরা।