আমরা খেলতে শুরু করলে KKR অপ্রতিরোধ্য হয়ে উঠবে! হুঙ্কার ছাড়লেন শ্রেয়াস আইয়ার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে বেশ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ২০২২ এ ভালো শুরু করেও পরপর চার ম্যাচ হেরে বসে রয়েছে নাইটরা। আট ম্যাচে পাঁচটি হেরে প্লেঅফের দৌড় থেকে অনেকটাই পিছিয়ে গিয়েছে, বর্তমানে অষ্টম স্থানে রয়েছে দুইবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
তবে এই খারাপ সময়ে ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েছেন কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তিনি এখনও বিশ্বাস রাখছেন নিজের দলের উপর। এবং তিনি মনে করেন, একবার ভালো খেলা শুরু করলে তারা অপ্রতিরোধ্য হয়ে উঠবে।
কেকেআরের ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়াস বলেছেন, "আমরা চার ম্যাচে তিনটি জয় নিয়ে ভালো শুরু করেছিলাম, কিন্তু তারপর বিষয়গুলি আমাদের পক্ষে যায়নি। তবে আমি আমার দলের উপর ভরসা রাখছি। আমরা মাঠে ম্যাচ জেতার জন্য সমস্ত কিছুই করছি। শুধু প্রয়োগের ক্ষেত্রে আমরা ব্যর্থ হচ্ছি। এটি সময়ের ব্যাপার, আমরা যদি একবার শুরু করি, দল হিসেবে আমরা অপ্রতিরোধ্য হয়ে উঠব।"