দল শাস্তি পাওয়ায় আম্পায়ারের সাথে তর্ক বাধালেন অধিনায়ক নীতিশ রানা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার চিপকে চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে হারায় কলকাতা নাইট রাইডার্স। ১৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে, অধিনায়ক নীতিশ রানা ও রিঙ্কু সিং ৯৯ রানের জুটি গড়ে নাইটদের ম্যাচ জেতান।
কিন্তু ফিল্ডিংয়ের সময়ে, বিতর্কে জড়িয়ে পড়েন নাইট অধিনায়ক। চেন্নাই সুপার কিংসের ব্যাটিংয়ের অন্তিম ওভারে স্লো ওভার রেটের শাস্তি হিসেবে নাইটদের বাধ্য হয়ে পাঁচজনের জায়গায় চারজন ফিল্ডারকে ৩০ গজের বৃত্তের বাইরে দাঁড় করাতে হয়েছিল।
আর এই নিয়ে আম্পায়ারদের সাথে তর্ক বাধেন নীতিশ রানা। যার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে শেষ অবধি শান্ত হন নীতিশ, আর শেষ ওভারে দুর্দান্ত বোলিং করেন নাইট পেসার বৈভব অরোরা। অন্তিম ওভারে মাত্র ৯ রান দিয়ে রবীন্দ্র জাদেজার উইকেট নেন অরোরা। এদিকে ব্যাটিংয়ে ৪৪ বলে ৫৭ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন রানা।