অধিনায়কত্বের থেকেও বোলার হিসেবে প্রয়োজন আমাদের! বুমরাহকে নিয়ে বার্তা দ্রাবিড়ের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এর আগে কখনও কোনও দলকে নেতৃত্ব দেননি, এবার সরাসরি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করতে নেমেছেন জসপ্রীত বুমরাহ। পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে বুমরাহ দলকে নেতৃত্ব দেন। তবে হেড কোচ রাহুল দ্রাবিড় ও টিম ম্যানেজমেন্ট চাইছেন, অধিনায়কত্বের থেকে বুমরাহকে বোলার হিসেবে বেশি প্রয়োজন।
বুমরাহকে নিয়ে ম্যাচের আগে সম্প্রচারকারকদের সাথে সাক্ষাৎকারে দ্রাবিড় বলেছেন, "উনি একজন চিন্তাশীল ব্যক্তিত্ব, উনি খেলাটিকে নিয়ে বেশি চিন্তা করেন। উনি খেলাটিকে অনেক ভালো বোঝেন, উনি নিজের বোলিংকে খুব ভালোভাবে বুঝতে পারেন। উনি সব সময় শিখতে চান এবং খেলার বিষয়ে সব সময়ে আলোচনা করতে থাকেন। এছাড়াও, আমার মনে হয় উনি দলের কাছ থেকে সম্মান অর্জন করেন এবং নেতা হিসেবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়।"
এরপর দ্রাবিড় বলেন, "উনি আরও উন্নত হবেন। উনি এর আগে অধিনায়কত্ব করেননি খুব একটা, তাই এটি ওনার কাছে বড় চ্যালেঞ্জ হবে। তবে আমরা এর জন্য ওনাকে সাহায্য করব। একজন ফাস্ট বোলারের পক্ষে সহজ নয় অধিনায়কত্ব করা, যেখানে নিজের বোলিংয়ের দিকেও নজর দিতে হয়। নিজে বোলিং করার সময়ে ফিল্ড সাজাতে হয়। আমার ওনার সাথে গত কয়েক দিন কিছু কথা হয়েছে, আমাদের ওনাকে একজন অধিনায়কের থেকে একজন বোলার হিসেবে বেশি প্রয়োজন। অধিনায়কত্বটা এমন, আপনি যত বেশি করবেন, তত ভালো হয়ে উঠবেন।"
ফলে, বুমরাহের বোলিংয়ের উপরেই টিম ইন্ডিয়া নির্ভরশীল থাকবে, তা বলাই যায়। বিশেষ করে এই দলে বিরাট কোহলির মত নেতৃত্বসম্পন্ন একজন ব্যক্তিত্ব রয়েছেন, সেখানে বুমরাহের চাপ কিছুটা কমে যায় এমনটাই ধরা যায়।