বিরাট কোহলিকে নিয়ে অবশেষে মুখ খুললেন নবীন উল হক

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএলে যে ঘটনাটি সব থেকে বড় বিতর্ক তৈরি করেছে, তা হল বিরাট কোহলি বনাম নবীন উল হক ও গৌতম গম্ভীরের মধ্যেকার লড়াই।
আরও পড়ুন - RCB-এর বিদায়ের পর বিরাট কোহলিকে আক্রমণ করলেন নবীন-উল-হকা
গত ১ মে একানা স্টেডিয়ামে ম্যাচে ও ম্যাচের পর বাকবিতন্ডায় জড়ান বিরাট কোহলি ও নবীন উল হক। এদিকে ম্যাচের পর নবীন উল হক ও গৌতম গম্ভীরের সাথে তর্কে জড়ান কোহলি।
এরপর যেখানে লখনউ ম্যাচ খেলতে যায়, ততবারই কোহলি কোহলি স্লোগানে মুখরিত হয়েছে দর্শক-প্রতিপক্ষ সমর্থকরা। তবে এই স্লোগানে আরও বেশি অনুপ্রাণিত হন, এমনটাই জানালেন নবীন।
আরও পড়ুন - আইপিএলে আম কান্ড! নবীনকে খোঁচা মুম্বইয়ের
এলিমিনেটরের পর সাংবাদিক বৈঠকে এসে নবীন বলেছেন, "আমি উপভোগ করি। আমার ভালো লাগে যখন মাঠে সবাই ওর (বিরাট কোহলি) নাম বা অন্য কোনও খেলোয়াড়ের নামে স্লোগান দেয়। এতে আমার দলের জন্য ভালো করার অনুপ্রেরণা দেয়।"
"তবে আমি বাইরের আওয়াজ নিয়ে মাথা ঘামাই না। আমি শুধু নিজের ক্রিকেট ও নিজের প্রক্রিয়ার উপর ফোকাস করি। দর্শকদের চিৎকার বা কেউ কিছু বললে সেটা আমার উপর প্রভাব পড়ে না। একজন পেশাদার ক্রীড়াবিদ হিসেবে এসব বিষয়কে নিজের মধ্যে নেওয়াই ভালো। যদি আপনি দলের জন্য ভালো না খেলেন, তাহলে সমর্থকরা খারাপ কথা বলবেই। আর যখন আপনি দলের জন্য ভালো করেন, একই মানুষ আপনার নাম নেবে। এটাই খেলার অঙ্গ।
এদিকে দলের মেন্টর গৌতম গম্ভীরকে নিয়ে নবীন বলেছেন, "প্রত্যেকের উচিত নিজের খেলোয়াড়দের পাশে দাঁড়ানোর। সে মেন্টর হোক, কোচ, খেলোয়াড় বা যে কেউ হোক। আমি মাঠে আমার সতীর্থদের পাশে দাঁড়াব আর সেটাই প্রত্যেকের কাছ থেকে আশা রাখব।"