সিএসকের স্বার্থে এই কঠিন সিদ্ধান্ত নিয়েই নিলেন এমএস ধোনি! আশঙ্কার বার্তা শ্রীনিবাসনের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বছর আইপিএলের মেগা নিলাম আয়োজিত হবে। বিসিসিআইয়ের নির্দেশিকা অনুযায়ী, চারজন খেলোয়াড়কে ধরে রাখতে পারে আট পুরোনো ফ্র্যাঞ্চাইজি, এদিকে নিলামের তালিকায় থাকা তিন খেলোয়াড়কে নিতে পারবে নয়া দুই ফ্র্যাঞ্চাইজি আহমেদাবাদ ও লখনউ। এই পরিস্থিতিতে প্রশ্ন, আদৌ কি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ধরে রাখবে চেন্নাই সুপার কিংস?
এই নিয়ে কার্যত আশঙ্কার বার্তা দিলেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধার এন শ্রীনিবাসন। তিনি জানিয়েছেন, ধোনি চান না চেন্নাই সুপার কিংস বিপুল অর্থ খরচ করে তাকে রিটেইন করুক।
এই নিয়ে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে শ্রীনিবাসন বলেছেন, "ধোনি একজন সৎ মানুষ, উনি এই রিটেনশন নিয়মের বাইরে থাকতে চাইছেন যেহেতু তিনি চান না যে চেন্নাই সুপার কিংস বেশি অর্থ খরচ করে তাকে ধরে রাখুক। এই কারণে তিনি বিভিন্ন জনকে বিভিন্ন ধরণের উত্তর দিয়েছিলেন।"
রিটেনশনের নিয়ম অনুযায়ী, কোনও দল যদি চারজন খেলোয়াড়কে ধরে রাখে, তাহলে প্রথম বাছাই খেলোয়াড়ের উপর ১৬ কোটি টাকা খরচ। এদিকে তিনজন হলে সেই অর্থ হবে ১৫ কোটি টাকা। আর ১-২ জন খেলোয়াড়কে ধরে রাখলে ১৪ কোটি টাকা সর্বোচ্চ খরচ করতে হবে। আর সেক্ষেত্রে ধোনিকে সর্বোচ্চ অর্থই প্রদান করতে হবে, যেহেতু তিনি অধিনায়ক।
এদিকে এবারের আইপিএলে রাইট টু ম্যাচ অপশনের সুযোগ নেই, যার ফলে নিলামে পাঠানো হলেও ধোনিকে ফিরিয়ে আনার বড় সুযোগ থাকবে না চেন্নাইয়ের। ফলে এই খবর কিছুটা চিন্তায় ফেলে দেবে চেন্নাই সমর্থকদের।