খেলা নিয়ে আমার থেকেও আমার বাবা অনেক বেশি চিন্তায় থাকেন: রবিচন্দ্রন অশ্বিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অফ স্পিন অবশ্যই রবিচন্দ্রন অশ্বিন যা বলাই বাহুল্য। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের প্রথম একাদশে অশ্বিনের বাদ পড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় হয়েছে বিস্তর আলোচনা।
ভারতীয় দলের এই সিনিয়র ক্রিকেটার যিনি নিজেকে বার বার প্রমাণ করেছেন। নানান উত্থান-পতনের মধ্যে দিয়েও যেতে হয়েছে তাঁকে। তিনি এবং তার পরিবার বছরের পর বছর ধরে যে 'ট্রমা'র মধ্য দিয়ে গেছেন এবং তাঁকে যেভাবে 'অতিরিক্ত চিন্তা'র তকমা দেওয়া হয়েছিল সেই বিষয়েই এবার খুলেছেন রবিচন্দ্রন অশ্বিন।
আরও পড়ুন: ভারতীয় সমর্থকদের ‘ধন্যবাদ’ জানাল ম্যানচেস্টার সিটি
ইন্ডিয়ান এক্সপ্রেসেকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি দীর্ঘ দিন ধরে দেখে আসছি, আমার পরিবারের উপর যে ধরনের ট্রমা বা ট্রল করা হয় তা সত্যিই অবিশ্বাস্য। আমার বাবার হার্টের সমস্যা এবং অন্যান্য সমস্যা রয়েছে। প্রতিটি খেলায় প্রতিদিন কিছু না কিছু ঘটে, তিনি আমাকে ফোন করবেন। তিনি মানসিক চাপে থাকেন। আমার বাবার জন্য আমি সব কিছু করার চেষ্টা করি।আমার থেকেও আমার পরিবার খেলার সময় সবচেয়ে বেশি চাপে থাকে।"
অশ্বিনকে যে 'অতিরিক্ত চিন্তা'র তকমা দেওয়া হয়েছিল সেই বিষয়েও এবার মুখ খোলেন অশ্বিন। তিনি বলেন, "অনেক লোক আমাকে বিদ্রুপ করে আমি সব বিষয়ে অতিরিক্ত চিন্তা করি। একজন ব্যক্তি যে ১৫-২০ ম্যাচ খেলার সুযোগ পায় তাঁকে মানসিকভাবে অতিরিক্ত চিন্তা করতে হয় না। একজন ব্যক্তি যে জানে সে কেবল ২ টি ম্যাচ পাবে। সে তো অতিরিক্ত চিন্তা করবেই। আমি অতিরিক্ত চিন্তা করব কারণ এটি আমার কাজ।"