শক্তিশালী গুজরাটকে হারাতে একাদশে কি কোনও বদল করবে মুম্বাই ইন্ডিয়ান্স?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২ খেলতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচটি জিতলেই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ৫বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ফলে বেশ গুরুত্বপূর্ণ ম্যাচ এটি।
এর আগের সাক্ষাতে গুজরাটকে হারিয়েছে মুম্বাই, পাশাপাশি গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে দাপটের সাথে হারিয়েছে তারা। ফলে মোমেন্টাম রয়েছে রোহিত শর্মার দলের সাথে।
তবে শক্তিশালী গুজরাটকে তাদের ঘরের মাঠে হারানোটা বেশ কঠিন। কিন্তু উইনিং ইলেভেন সচরাচর ভাঙেন না রোহিত। ফলে যা সম্ভাবনা, একই একাদশ নিয়েই হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে নামবে মুম্বাই।
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, তিলক ভর্মা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, পীযুষ চাওলা, হৃত্বিক শোকিন, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ।
ইমপ্যাক্ট প্লেয়ার - নেহাল ওয়াধেরা