মরণবাঁচন ম্যাচে হায়দ্রাবাদকে হারাতে একাদশে বড় বদল করতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার আইপিএল ২০২৩-এ নিজেদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে মুম্বাই ইন্ডিয়ান্স। ওয়াংখেড়েতে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে তারা। আর এই ম্যাচটি মুম্বাইকে শুধু জিতলেই হবে না, আশা রাখতে হবে যেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারায় গুজরাট টাইটান্স।
হায়দ্রাবাদের বিরুদ্ধে ঘরের মাঠে অবশ্যই ফেভারিট হিসেবে নামবে মুম্বাই। কিন্তু গত ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের পর শিক্ষা নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ফলে হায়দ্রাবাদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে নামবে মুম্বাই।
লখনউয়ের বিরুদ্ধে একাদশ থেকে কেবল একটিই পরিবর্তন হয়ত করতে পারে মুম্বাই। এক স্পিনার হৃতিক শোকিনের জায়গায় আর এক স্পিনার কুমার কার্তিকেয়কে খেলতে পারেন। সানরাইজার্স দলে একাধিক ডানহাতি ব্যাটার থাকায় অফ স্পিনার হৃতিকের জায়গায় বাম হাতি স্পিনার কার্তিকেয় খেলবেন।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে মুম্বাই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ - রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, বিষ্ণু বিনোদ, ক্রিস জর্ডান, পীযুষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়।
ইমপ্যাক্ট প্লেয়ার - আকাশ মাধওয়াল।