লখনউকে নকআউট করতে এই একাদশ নামাতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার চিপকে আইপিএল ২০২৩ এর এলিমিনেটরে মুখোমুখি হবে লখনউ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স। এই পরিস্থিতিতে শক্তিশালী লখনউকে হারাতে নিজেদের সেরাটা দিতে হবে মুম্বাইকে, এমনটা বলাই যায়।
আরও পড়ুন - বাবা আইসিইউতে ছিলেন, তবুও মুম্বাইয়ের বিরুদ্ধে দুরন্ত বোলিং মহসিন খানের
গ্রুপের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে ২০০ এর বেশি রান ১৮ ওভারে তুলে নেইয় মুম্বাইয়ের ব্যাটাররা। ফলে মুম্বাইয়ের ব্যাটিং নিঃসন্দেহে এগিয়ে থাকবে।
কিন্তু চিপকের পিচে যেখানে স্পিনাররা সাহায্য পায়, সেখানে মুম্বাই কিছুটা সমস্যায় পড়তে পারে। পীযুষ চাওলা ও কুমার কার্তিকেয়কে বড় ভূমিকা পালন করতে হবে। এদিকে নতুন বলে জেসন বেহরেনডর্ফ ও আকাশ মাধওয়ালের ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। কিন্তু ক্রিস জর্ডানকে অবশ্যই আরও ভালো পারফর্ম করতে হবে।
আরও পড়ুন - জোফ্রা আর্চারের বদলি এই খেলোয়াড়কে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স
এই পরিস্থিতিতে মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা গত ম্যাচের একাদশ ভাঙতে চাইবেন না, একথা বলাই যায়।
রোহিত শর্মা (অধিনায়ক), ইশান কিশান (উইকেটকিপার), ক্রিস গ্রিন, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, ক্রিস জর্ডান, কুমার কার্তিকেয়, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ।
ইমপ্যাক্ট প্লেয়ার - বিষ্ণু বিনোদ।