আইপিএলে জঘন্য ফর্মে থাকলেও এই মরশুমে এই বিশেষ তালিকায় শীর্ষে মুম্বই ইন্ডিয়ান্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইপিএল ২০২২ এ দুঃস্বপ্নের ফর্মে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আটটি ম্যাচে আটটিতেই হারতে হয়েছে রোহিত শর্মার ব্রিগেডকে। এই পরিস্থিতিতে লিগ টেবিলের একেবারে নীচে রয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
তবে এই পরিস্থিতিতেও একটি বিশেষ তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। না, ফেয়ার প্লে অ্যাওয়ার্ডে নয়। ফোর্বসের বিচারে আইপিএল ২০২২ এর সব থেকে মূল্যবান দল হিসেবে বিবেচিত হয়েছে মুম্বই।
মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি মূল্য হিসেবে ধার্য করা হয়েছে ১.৩ বিলিয়ন ডলার, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ফুটবল লিগ ও এনবিএ-কে হার মানাচ্ছে। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে চার বারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস, যাদের মূল্য ১.১৫ বিলিয়ন ডলার।
তৃতীয় স্থানে রয়েছে দুইবারের আইপিএল জয়ী ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স, যাদের মূল্য ধার্য করা হয়েছে ১.১ বিলিয়ন ডলার। নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টস আসছে চতুর্থ স্থানে (১.০৭৫ বিলিয়ন ডলার)।
দিল্লি ক্যাপিটালস রয়েছে পঞ্চম স্থানে, ১.০৩৫ বিলিয়ন ডলার তাদের মূল্য। ষষ্ঠ স্থানে জায়গা পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (১.০২৫ বিলিয়ন)। সপ্তম, অষ্টম ও নবম স্থানে রয়েছে যথাক্রমে রাজস্থান রয়্যালস (১ বিলিয়ন), সানরাইজার্স হায়দ্রাবাদ (৯৭০ মিলিয়ন) এবং পাঞ্জাব কিংস (৯২৫ মিলিয়ন)। সব থেকে কম দামী আইপিএল ফ্র্যাঞ্চাইজি হিসেবে বিবেচিত হয়েছে নয়া ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স, ৮৫০ মিলিয়ন ডলার।