লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে মুম্বইয়ের সম্ভব্য প্রথম একাদশ জেনে নিন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ প্রতি বছরের মতই এই আইপিএলেও শুরুটা খারাপ হওয়ার পরেও আইপিএলের অন্যতম শক্তিশালী দল হয়ে উঠেছে মুম্বই ইন্ডিয়ান্স। লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রোহিত শর্মার দল।
বর্তমানে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট মুম্বইয়ের। মঙ্গলবার লিগ টেবিলের চতুর্থ স্থানে থাকা লখনউ সুপার জায়েন্টসের মুখোমুখি হবে মুম্বই। এই ম্যাচ যে দল জিতবে সেই দলের প্লে অফ খেলা এক প্রকার নিশ্চিত হয়ে যাবে।
শেষ ৫ ম্যাচে ৪ টিতে জিতেছে মুম্বই। ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ সহ গোটা বাটিং লাইন আপ। যদিও অধিনায়ক রোহিতের ফর্ম এখনও চিন্তায় রাখছে মুম্বই ম্যানেজমেন্টকে। যদিও শেষ ম্যাচে রোহিত গুজরাটের বিরুদ্ধে ১৮ বলে ২৯ রান করেছেন।
এছাড়াও বোলিং বিভাগও চিন্তায় রাখবে মুম্বই দলকে। প্রতি ম্যাচেই প্রতিপক্ষ দল মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান করতে সক্ষম হচ্ছে। এক নজরে দেখে নিন মুম্বইয়ের সম্ভাব্য প্রথম একাদশ।
রোহিত শর্মা (অধিনায়ক), সূর্যকুমার যাদব, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, ক্যামেরন গ্রিন, পীযুষ চাওলা, ইশান কিষান (উইকেট রক্ষক), নেহাল ওয়াধেরা, জেসন বেহরেনডর্ফ, কুমার কার্তিকেয়া, ক্রিশ জর্ডান