জসপ্রীত বুমরাহের বদলি হিসেবে মুম্বইয়ে এলেন এই কেকেআর প্রাক্তনী

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্স ঘোষণা করে, চোটে ছিটকে যাওয়া জসপ্রীত বুমরাহের জায়গায় এসেছেন ভারতীয় পেসার সন্দীপ ওয়ারিয়র।
এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে মাত্র পাঁচটি ম্যাচ খেলেছেন ওয়ারিয়র। আর পাঁচ ম্যাচই কলকাতার হয়ে খেলেছেন ওয়ারিয়র। ২০১৯-২০২১ সাল অবধি কলকাতা দলে ছিলেন ওয়ারিয়র।
২০২১ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিকে জাতীয় দলের হয়ে অভিষেক করেছিলেন ওয়ারিয়র। যদিও ভারতীয় দলের হয়ে সেই একটিই ম্যাচ খেলেছেন ওয়ারিয়র।
আগামী ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের বিরুদ্ধে চিন্নাস্বামীতে আইপিএল ২০২৩ এর অভিযান শুরু করবে মুম্বই ইন্ডিয়ান্স।