আইপিএল ২০২৩ এর উদ্বোধনী ম্যাচে অনিশ্চিত মহেন্দ্র সিং ধোনি? জানুন বিস্তারিত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার আইপিএল ২০২৩ এর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হতে চলেছে গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। তবে এই ম্যাচের আগে চেন্নাইয়ের জন্য রয়েছে খারাপ খবর।
এক সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অনিশ্চিত হতে পারেন উদ্বোধনী ম্যাচে। যা খবর, বাঁ হাটুতে সামান্য ব্যাথায় ভুগছেন ধোনি। যেহেতু দলে উইকেটকিপিংয়ের অপশন কম, ফলে ঝুঁকি নিতে চাইছেন না ধোনি।
এদিকে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন বলেছেন, "যতদুর আমি জানি, অধিনায়ক ১০০ শতাংশ খেলবেন। এর বেশি আমি কিছু জানি না।"
বৃহস্পতিবার ম্যাচের আগে অনুশীলনে এসেছিলেন ধোনি। কিন্তু নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নেটে ব্যাটিং করেননি। অনুশীলনের মাঝে গুজরাট টাইটান্সের মেন্টর গ্যারি কার্স্টেনের সাথে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় ধোনিকে। বলা বাহুল্য, কার্স্টেনের কোচিংয়ে ও ধোনির অধিনায়কত্বে ভারত ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার ম্যাচের আগে ধোনির খেলার বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেক্ষেত্রে যদি ধোনি না খেলেন, তাহলে কিউই ওপেনার ডেভন কনওয়ে গ্লাভস হাতে নিতে পারেন। এদিকে কনওয়ে সুযোগ না পেলে সেক্ষেত্রে অম্বাতি রায়ডু কিংবা রুতুরাজ গায়কোয়াড় সুযোগ পেতে পারেন।
এদিকে ধোনি না খেললে নেতৃত্বের দায়ভার পেতে পারেন ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকস। তবে স্টোকস নিজেও হালকা চোটে ভুগছেন। সেক্ষেত্রে রবীন্দ্র জাদেজা বা রুতুরাজ গায়কোয়াড়কে নেতৃত্ব দিতে দেখা যেতেই পারে।