হলুদ জার্সিতে থাকলেও খেলব কিনা সন্দেহ রয়েছে! পরের আইপিএলে থাকা নিয়ে বড় বার্তা ধোনির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আদৌ কি পরের বছর আইপিএল খেলবেন মহেন্দ্র সিং ধোনি? ৪০ বছরের এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান ব্যাট হাতে ফর্ম হারিয়েছেন, যদিও গ্লাভস হাতে এখনও চমক দেখাচ্ছেন।
কয়েক দিন আগে এক ভিডিও বার্তায় ধোনি সকলকে আশ্বস্ত দিয়েছেন, চেন্নাইতে খেলেই তিনি অবসর নেবেন। যার অর্থ হল তিনি আগামী বছরও খেলবেন। এমনকি, চেন্নাই সুপার কিংসের কর্নধারক ইন্ডিয়া সিমেন্টস বার্তা দেয়, পরের বছরেও ধোনিকে রিটেইন করা হবে।
কিন্তু পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে নিজের কেরিয়ার নিয়ে ধোনি অন্যরকম বার্তা দিলেন। তিনি জানিয়েছেন, পরের বছর হলুদ জার্সিতে থাকবেন, কিন্তু খেলবেন কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে।
টসের সময় ড্যানি মরিসনের সাথে সাক্ষাৎকারে ধোনি বলেছেন, "আপনারা আমায় পরের মরশুমে হলুদে দেখতে পারবেন কিন্তু আদৌ আমি খেলব কিনা, সেটি কেউ বলতে পারবে না।"
তবে পরের বছর মেগা নিলামে কেবল তিনজন খেলোয়াড়কে রাখতে পারবে চেন্নাই সুপার কিংস। এই পরিস্থিতিতে সত্যি সত্যি ধোনিকে খেলোয়াড় হিসেবে রিটেইন করা হবে কিনা, সে নিয়ে সন্দেহ রয়েছে।