ঋষভ পন্থের ইনস্টা লাইভে হঠাতই প্রবেশ এমএস ধোনির, তার পরেই ঘটালেন এই কান্ড! দেখুন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে ক্রিকেটের থেকে বাইরে থাকলেও যখনই সামনে আসেন, ট্রেন্ডিং টপিক হয়ে ওঠেন মহেন্দ্র সিং ধোনি। আর এমনটাই হল মঙ্গলবার। ইনস্টাগ্রামে রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবকে নিয়ে লাইভ করেন ঋষভ পন্থ। আর সেই লাইভে ক্যামিও উপস্থিতি দেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
ধোনি সামনে এলে ঋষভ পন্থ জোর করে তাকে লাইভে রাখার অনুরোধ করেন, যাতে সম্মতি দেন সূর্য ও রোহিতও। পন্থ বলে ওঠেন, "মাহি ভাই, কি হাল? থাকো থাকো, ভাইকে লাইভে রাখো একটু।" কিন্তু পন্থের অনুরোধ শুনেই ধোনি হাত দিয়ে ক্যামেরা সরিয়ে দেন, যার পর হাসিতে ফেটে পড়েন তিন ভারতীয় ক্রিকেটার।
এর আগে এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ দেখতে এসেছিলেন মহেন্দ্র সিং ধোনি। ম্যাচের পর ইশান কিশান সহ একাধিক ক্রিকেটারের সাথেও কথা বলেন মাহি।
বলা বাহুল্য, মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজে পৌঁছন অধিনায়ক রোহিত শর্মা, দীনেশ কার্তিক, ঋষভ পন্থ, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। ওনারা বাকি দলের সাথে একজোট হবে আগামী ২৯ জুলাই থেকে শুরু হতে চলা পাঁচ ম্যাচের টি২০ সিরিজের জন্য।