চেন্নাইতে এবার নতুন ভূমিকায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ওতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে হলুদ জার্সি। আসন্ন আইপিএল শুরু হওয়ার আগেও ফের একবার সেই ভালোবাসা দেখা গেল মহেন্দ্র সিং ধোনির। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই গুজরাট টাইটান্সের বিরুদ্ধে নামতে চলেছে চেন্নাই সুপার কিংস। যদিও প্রথম ম্যাচ তাদের ঘরের মাঠে নয়। আহমেদাহবাদেই হার্দিক পান্ডিয়াদের বিরুদ্ধে নামবে চেন্নাই।
তবে আইপিএল শুরু হওয়ার আগে এক নতুন ভূমিকায় দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। চিপক স্টেডিয়ামের গ্যালারীতে স্প্রে রং করতে ব্যস্ত মহেন্দ্র সিং ধোনি। অনুশীলনের মাঝেই গ্যালারির সিট রং করতে ব্যস্ত ক্যাপ্টেন কুল। হলুদ রংয়ের প্রতি আইপিএলে বরাবরই তাঁর ভালোবাসাটা অন্যরকম। সেই ছবিই ফের একবার ফুটে উঠল মহেন্দ্র সিং ধোনির এই হলুদ রং স্প্রে করার মাধ্যমে।
আর এই ছবি দেখার পর থেকেই আপ্লুত সকলে। সোশ্যাল মিডিয়াতেও সেই ভিডিও এখন ভাইরাল।
প্রসঙ্গত ২০২১ সালে শেষবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস। যদিও ২০২২ সালটা একেবারেই ভালো যায়নি চেন্নাই সুপার কিংসের। লিগ পর্বেই ছিটকে গেছিল তারা। এবার সেই অতীত ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া আইপিএলের অন্যতম ধারাবাহিক দল।