দক্ষিণী সিনেমায় অভিষেক করতে চলেছেন ধোনি, এই সুপারস্টারের সাথে কাজ করবেন

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএলের মাধ্যমে দক্ষিণ ভারতে সকলের প্রিয় হয়ে উঠেছেন থালা মহেন্দ্র সিং ধোনি, এবার দক্ষিণী সিনেমায় অভিষেক করতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। কলিউড চলচ্চিত্রে সুপারস্টার থালাপথি বিজয়ের সাথে কাজ করবেন মাহি।
মহেন্দ্র সিং ধোনির সংস্থা ধোনি প্রোডাকশনস থালাপথি বিজয়ের একটি সিনেমা প্রযোজনা করবে। ধোনির অনুরোধ মেনেছেন বিজয়, এবং তার নয়া প্রকল্প থালাপথি ৬৭ এর ঘোষণা হবে আগামী কয়েক দিনের মধ্যেই।
যা খবর, থালাপথি ৬৭ তে শুধু প্রযোজনা নয়, অভিনয়ও করবেন ধোনি। যা সম্ভাবনা, সিনেমাতে একটি ছোট্ট ক্যামিও ভূমিকায় অভিনয় করতে পারেন মাহি।
আর এর জেরে দক্ষিণ ভারতের দর্শকরা বেশ উৎসুক, সুপারস্টার বিজয়ের সাথে থালা ধোনির অন স্ক্রিন জুটি কেমন হয়, সেটিই এখন দেখার।