বাম হাঁটুতে চোট নিয়েও করলেন অনুশীলন, প্রথম কোয়ালিফায়ারে খেলবেন ধোনি?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: মঙ্গলবার চিপকে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে প্লে-অফের প্রথম কোয়ালিফায়ার ম্যাচে নামবে চেন্নাই সুপার কিংস। তাঁর আগে চিপকে সোমবার অনুশীলন সারে চেন্নাই ও গুজরাট দল। এদিন দলের অনুশীলনের সময় চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে তাঁর বাম হাঁটুতে একটি স্ট্র্যাপিং বেঁধে ব্যাট করতে দেখা যায়।
এদিন অনুশীলনের মাঝেই ধোনিকে বিসিসিআই সিইও হেমাঙ্গ আমিন এবং সিএসকে সিইও কাশি বিশ্বনাথনের সাথে দীর্ঘ আলোচনায় দেখা যায়। এর কিছুক্ষণ পরই টেনিস বলে বড় বড় ছয় মারার অনুশীলন করতে দেখা যায় ক্যাপ্টেন কুলকে। একটানা প্রায় ৩০ মিনিট ধরে টেনিস বলে ছয় মারা প্র্যাকটিস করেন মাহি। বাম হাঁটুতে চোট থাকা সত্ত্বেও, ধোনি মঙ্গলবার গুজরাটের বিরুদ্ধে প্লে-অফের এই ম্যাচে খেলবেন তিনি।
আরও পড়ুন: ভিনিসিয়াসের পাশে দাঁড়ালেন ফিফা সভাপতি
প্রসঙ্গত, মঙ্গলবার চিপকে একটি অন্যতম মুহূর্ত তৈরি হবে যখন এমএস ধোনি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৩ এর প্রথম কোয়ালিফায়ারে তাঁর দলকে নেতৃত্ব দেবেন। এই ম্যাচ ঘিরে চেন্নাইতে টিকিটের চাহিদা রয়েছে আকাশছোঁয়া।
চারবারের আইপিএল চ্যাম্পিয়নরা গত মরশুমে কোয়ালিফাই করতে পারেনি। কিন্তু এবার তাঁরা দুর্দান্ত ভাবে ফিরে এসেছেন। আইপিএলের ইতিহাসে রেকর্ড গড়ে এই নিয়ে ১২ বার সিএসকে প্লে-অফে জায়গা করে নিয়েছে।