রাজত্বটাতো পড়েই আছে, রাজাই শুধু নেই! চিপকে ভারতীয় ডাগআউটে একাকী ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ওই নীল রঙের জার্সিতে শেষবার মাঠে নামেন ২০১৯ এর বিশ্বকাপে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হেরে চোখে জল নিয়ে মাঠ ছাড়েন তিনি। ইঙ্গিতটা বোঝা গিয়েছিল তখনই। তবে সিদ্ধান্তটা ছিল অনেক আগেই নেওয়া। মাঝে বেশ কিছুদিন ক্রিকেটপ্রেমীদের উৎকণ্ঠায় রাখার পরে মধ্য অতিমারিকালীন অবস্থায় ২০২০ সালের ১৫ই অগস্ট সোশ্যাল মিডিয়ায় নিজের ক্রিকেট জীবনের স্মরণীয় কিছু মুহূর্তের ছবির কোলাজ নিয়ে তৈরি একটি ভিডিও পোস্ট করে অবসরের কথা ঘোষণা করেন ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আর সঙ্গে ছিল একটা গান, মুকেশজির গাওয়া, 'ম্যাঁয় পাল দো পল কা শায়ের হুঁ’। সত্যিইতো, তিনি ছিলেন 'কিছুক্ষনের কবি'। তিনি বলেছিলেন, 'আজ আমার দরকার ফুরিয়েছে, কাল অন্য কেউ আসবে'।
আজ প্রায় ৩ বছর হতে চলল, ভারতের জার্সিতে তাকে দেখা যায়না, সোশ্যাল মিডিয়ায়ও তিনি সেভাবে নেই। কিন্তু এবার ধোনিকে ফের দেখা গেল টিম ইন্ডিয়ার ডাগ-আউটে। এবার অবশ্য একাকি। চোখে অদ্ভুত শূন্যতা। দেখেই বোঝা যাচ্ছে যে, অতীতের দিনগুলিতে ফিরে গিয়েছেন ধোনি। স্মৃতিমধুর মাহির এমন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চেন্নাই সুপার কিংস।
বুধবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচ খেলতে নামবে ভারত। সেই ম্যাচের জন্যই সেজে উঠেছে চিপক। তৈরি হয়েছে ভারতীয় দলের ডাগ-আউট। ধোনি এই মুহূর্তে আইপিএলের প্রস্তুতির জন্য চেন্নাইয়েই রয়েছেন। চিপকে প্রস্তুতি শিবিরে রয়েছে চেন্নাই সুপার কিংস। অনুশীলনের ফাঁকেই ধোনিকে দেখা যায় একাকী বসে রয়েছেন ভারতীয় দলের জন্য তৈরি হওয়া ডাগ-আউটে। সিএসকে ছবিটির ক্যাপশনে লেখে সেই বিখ্যাত গানের লাইন, যেটি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট অধ্যায় শেষ করেছিলেন ধোনি- ‘ম্যাঁয় পল দো পল কা শায়ের হুঁ’।