অধিনায়ক হওয়ার পর মহেন্দ্র সিং ধোনিকে অনুপ্রেরণা হিসেবে ধরছেন জসপ্রীত বুমরাহ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইংল্যান্ডের বিরুদ্ধে পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে নামবেন জসপ্রীত বুমরাহ। এবং প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হওয়াটা স্বাভাবিক ভাবেই বেশ চাপের বিষয় বুমরাহের জন্য। আর সেই কারণে ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনিকে অনুপ্রেরণা হিসেবে ধরে নিজেকে শান্ত করছেন তারকা পেসার।
জল্পনা আগেই ছিল, কিন্তু বৃহস্পতিবার সকালে রোহিত শর্মা পুনরায় করোনা পজিটিভ আসায় সরকারিভাবে বুমরাহকে অধিনায়ক ঘোষণা করা হয়। এবং ফর্মে থাকা ইংল্যান্ডকে হারাতে মুখিয়ে রয়েছেন বুমরাহ।
সাংবাদিক বৈঠকে বুমরাহ বলেন, "সাফল্যের স্বাদ তখনই ভালো লাগে যখন চাপ থাকে। আমি দায়িত্ব নিতে তৈরি এবং কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভালো লাগে। ক্রিকেটার হিসেবে, আপনি নিজেকে গভীর জলে পরীক্ষিত করতে চাইবেন। আমি অনেক ক্রিকেটারের সাথে কথা বলেছি। প্রত্যেকেই ধীরে ধীরে উন্নতি করে এবং আরও ভালো হয়ে ওঠে।"
বুমরাহ এর আগে কোনও দলকে নেতৃত্ব দেননি। এবং এই বিষয়ে তিনি বিশ্বকাপজয়ী অধিনায়ক ধোনিকে অনুপ্রেরণা হিসেবে ধরছেন। তিনি বলেছেন, "আমার মনে আছে ধোনির সাথে কথোপকথনটি, এবং তিনি বলেছিলেন যে তিনি ভারতকে প্রথমবার নেতৃত্ব দেওয়ার আগে কোনও দলকে অধিনায়কত্ব করেননি। এখন, ওনাকে সর্বকালের সফলতম অধিনায়কদের মধ্যে মনে করা হয়।"
"তাই, আমি ফোকাস করছি পূর্বে কি করেছি বা ক্রিকেটের ধারা কেমন সেটি না ভেবে কিভাবে দলকে সাহায্য করব।"
অধিনায়কত্ব পাওয়া নিয়ে বুমরাহ বলেছেন, "টেস্টে দেশকে প্রতিনিধিত্ব করা সব সময় আমার কাছে স্বপ্ন ছিল এবং দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ আমার কেরিয়ারের সব থেকে বড় কীর্তি। আমি খুবই খুশি এই সুযোগ পাওয়ার জন্য। আমার নিজের প্রতি অগাধ ভরসা রয়েছে। যে কোনও পরিস্থিতিতে, আমি নিজের অনুভূতিকে বিশ্বাস করেছি, যার ফলে আমি ক্রিকেটের এই স্তরে পৌঁছেছি এবং আগামী দিনে সেটিই করতে থাকব আগামী দিনে। কিছুই পাল্টাবে না, বিশেষ করে আমার ভূমিকা। সেটিই আমি করব দলের অধিনায়ক হিসেবে।"