বাড়িতে কে এক নম্বর ব্যক্তি? ভক্তের এই প্রশ্নের জবাবে দুর্দান্ত জবাব দিলেন মহেন্দ্র সিং ধোনি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ শুরু হতে আর কয়েক দিন বাকি। প্রথম ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হতে চলেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। কিন্তু তার আগে এক ভক্তের প্রতি ধোনির এই জবাব দারুণভাবে ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়।
একটি অনলাইন সাক্ষাৎকারে, এক ভক্ত ধোনির উদ্দেশ্যে জিজ্ঞেস করেন, "প্রত্যেকেই জানে আপনি সমস্ত ক্ষেত্রে এক নম্বর। কিন্তু বাড়িতে কে এক নম্বর?" এর জবাবে ধোনি বলেন, "প্রত্যেকেই জানে যে সমস্ত বাড়িতে বউই এক নম্বর।"
আর এই প্রতিক্রিয়া শুনে সেই ভক্ত সহ অনুষ্ঠানে উপস্থিত সকলে হেসে লুটিয়ে পড়েন। তিনটি আইসিসি ট্রফিজয়ী, চারবার আইপিএল জয়ী অধিনায়ক নিজের বাড়িতেই দুই নম্বর ব্যক্তি হিসেবে থাকেন - এমনটা ভাবাই অবাক করে দেওয়ার মত।
দেখুন ভিডিও -