কলকাতা এই সুবিধা পেয়েই চেন্নাইকে হারিয়েছে! দাবি মহেন্দ্র সিং ধোনির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্সের কাছে ছয় উইকেটে পরাজিত হয় চেন্নাই সুপার কিংস। কিন্তু কি কারণে ধুঁকতে থাকা নাইটদের বিরুদ্ধে ঘরের মাটিতে হারতে হল চেন্নাইকে?
এর কারণ হিসেবে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি শিশিরকে দায়ী করেছেন। তিনি মনে করেছেন, প্রথম ইনিংসে কেকেআর স্পিনাররা সুবিধা পাওয়ায় বড় রান করতে পারেনি চেন্নাই। মাত্র ১৪৪ রানই করতে পারে সুপার কিংস।
এই নিয়ে ধোনি ম্যাচের পর বলেছেন, "এটি এমন একটি দিন যেখানে আপনি টস জিতে প্রথমে ব্যাট করেন এবং যখন দ্বিতীয় ইনিংসে প্রথম বলটি পড়ে, তখন বুঝতে পারেন এটি ১৮০ রানের উইকেট।"
"প্রথমে ব্যাট করতে নেমে আমরা কখনই ভাবিনি যে ১৮০ এর কাছাকাছি পৌঁছব। আমার মনে হয় শিশির বড় পার্থক্য গড়ে দিয়েছে। যদি আপনি প্রথম ও দ্বিতীয় ইনিংসের মধ্যে তফাৎ গড়েন, তাহলে স্পিনাররা প্রথম ইনিংসে অনেক সুবিধা পেয়েছে, আর সেটাই আমাদের ভুগিয়েছে।"
শিবম দুবের অপরাজিত ৪৮, ডেভন কনওয়ের ৩০ ও রবীন্দ্র জাদেজার ২০ রানের ইনিংসের সুবাদে চেন্নাই ১৪৪ রানে পৌঁছয়। এদিকে সুনীল নারাইন চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে দুই উইকেট নেন। দুই উইকেট নেন বরুণ চক্রবর্তীও।