ইস্টবেঙ্গলের ক্রিকেট গুরু প্রণব নন্দীকে তুলে আনল মোহনবাগান, ফুটবলের পর ক্রিকেটেও বিপ্লব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফুটবলে ইতিমধ্যেই চমক দেখিয়েই চলেছে এটিকে মোহনবাগান। এবার মোহনবাগান ক্রিকেট দলেও শুরু হল চমকের খেলা। নতুন সচিব দেবাশিস দত্তের হাত ধরে মোহনবাগানের ক্রিকেটে যেন শুরু হল নতুন বিপ্লব।
ইস্টবেঙ্গলের ক্রিকেট গুরু হিসেবে পরিচিত প্রণব নন্দীকে আগামী মরশুমে নিজেদের হেড কোচ হিসেবে নিযুক্ত করল মোহনবাগান। শনিবার সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই ঘোষণা করল মোহনবাগান। পাশাপাশি প্রণব নন্দীর ভাই পলাশ নন্দী, যিনি গত মরশুমে মোহনবাগানের কোচ ছিলেন, এবার মেন্টর হিসেবে দায়িত্ব পালন করবেন।
১৮ বছর ধরে ইস্টবেঙ্গলে কোচিং করিয়েছেন প্রণব, যদিও ২১ বছর ক্রিকেট খেলেছেন মোহনবাগানে। কিন্তু কেন ইস্টবেঙ্গল ছেড়ে মোহনবাগানে এলেন? এই নিয়ে বিস্ফোরক মন্তব্য করে প্রণব বললেন, "ইস্টবেঙ্গলের সিস্টেমটা ভেঙে পড়েছে। আমার টাকার প্রতি মোহ নেই। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত আমায় অফার করলে আমি ওনাকে সিস্টেমের কথা বলি। সেই সিস্টেম মেনে নেওয়ায় আমি মোহনবাগানে এলাম। যেখানে কোচিং করাই না কেন, একটা সিস্টেমের মধ্যে চলার চেষ্টা করি, ক্রিকেটারদের ভালো মন্দটা দেখতে হয় কোচেদের। সেটা ইস্টবেঙ্গলে পাচ্ছিলাম না।"
এদিকে ফুটবলের মত ক্রিকেটেও কোচ ও ক্রিকেটারদের সাথে লিখিত চুক্তি করবে মোহনবাগান, যা ময়দানি ক্রিকেটে বিরল। এই নিয়ে সচিব দেবাশিস দত্ত বলেছেন, "ফুটবল টিমের মত এবার ক্রিকেটেও চুক্তির ক্ষেত্রে এমনটাই করা হবে। সচিব হওয়ার সাতদিনের মধ্যেই ক্রিকেট সিস্টেমে ঢুকেছি। কিন্তু অবাক হই, ক্রিকেটারদের কোনও চুক্তিই নেই, সবটাই মৌখিক। এই কাঠামোটা বদলানোর দরকার ছিল।"