পি সেন ট্রফির ফাইনালে মোহনবাগান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সিএবি প্রেসিডেন্ট একাদশকে ৮ উইকেটে হারিয়ে পি সেন ট্রফির ফাইনালে উঠল মোহনবাগান। প্রায় ১০ ওভার বাকি থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় মেরিনার্সরা।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সিএবি প্রেসিডেন্ট একাদশ। ওপেনার সুদীপ ঘরামী এবং অঙ্কুর পাল শুরুটা ভালো করলেও শুভম চ্যাটার্জি বাদে দলের বাকি ব্যাটাররা রান করতে ব্যর্থ হন। ব্যাট হাতে সুদীপ করেন ৪৪ রান এবং শুভম করেন ৪৯ রান। মোহনবাগানকে ১৪৮ রানের টার্গেট দেয় সিএবি প্রেসিডেন্ট একাদশ।
মোহনবাগান অধিনায়ক অর্নব নন্দী তিন উইকেট পান। এছাড়াও সুমন দাস এবং আকাশ পান্ডে ২টি করে উইকেট পেয়েছেন।
আরও পড়ুন- শাহরুখ-প্রীতির পর বলিউড মহাতারকা সঞ্জয় দত্ত কিনলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট দল
অন্যদিকে মোহনবাগান দলের ওপেনার শাকির হাবিব গান্ধী করেছেন ৬৭ রান। দলের আরেক ওপেনার আয়ুশ কুমার সিং করেছেন ৩২ রান। এছাড়াও ললিত যাদব ২৮ বলে ২৮ রানের অপরাজিত ইনিংস খেলে মোহনবাগানকে এনে দিয়েছে সেমিফাইনালে জয়।
ফাইনালে মোহনবাগান মুখোমুখি হবে ভবানিপুর দলের বিরুদ্ধে।