বার্বাডোসের স্থানীয় ক্রিকেটারদের ব্যাট-জুতো উপহার দিলেন মহম্মদ সিরাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী ১২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। তার আগে ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোসে চলছে ভারতীয় দলের শেষ মুহূর্তের প্রস্তুতি। ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে ভারত মোট ২ টি টেস্ট ম্যাচ, ৩ টি ওডিআই এবং ৫টি টি টোয়েন্টি ম্যাচ খেলবে। বার্বাডোসে অনুশীলন শেষে ভারতীয় ক্রিকেটাররা যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছিলেন তখন স্থানীয় কিছু ক্রিকেটার রোহিত-বিরাটদের থেকে সই নেন এবং সেলফি তোলেন। তবে এইসমস্ত স্থানীয় ক্রিকেটারদের জন্য অপেক্ষা করেছিল বিশেষ চমক।
আরও পড়ুন- বিশেষ উপায়ে নিজের জন্মদিন পালন করলেন মহেন্দ্র সিং ধোনি
স্থানীয় ক্রিকেটারদের একপ্রকার চমকে দিয়ে ব্যাট এবং খেলার বুট উপহার দেন
ভারতীয় দ্রুত গতির বোলার মহম্মদ সিরাজ।
সিরাজ ব্যাট ও জুতো দেওয়ার কারণ হিসাবে বলেছেন, স্থানীয় ক্রিকেটাররা শেষ কিছুদিন ভারতীয় দলকে অনুশীলনে অনেক সাহায্য করেছেন। তাই এই উপহার তিনি দিয়েছেন।