২৩ বছর ভারতীয় ক্রিকেটের সেবা করে বিদায় জানালেন মিতালি রাজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ভারতীয় ক্রিকেটের প্রখ্যাত খেলোয়াড় মিতালি রাজ। ৩৯ বছর বয়সে অবসর ঘোষণা করলেন মিতালি। ২৩ বছর ভারতীয় ক্রিকেটকে সেবা ও বিশ্ব ক্রিকেটে একাধিক কীর্তি স্থাপন করার পর অবশেষে ইতি ঘোষণা করলেন তিনি।
বুধবার টুইটারে একটি দীর্ঘ বার্তার মাধ্যমে এই ঘোষণা করেন মিতালি। তিনি লিখেছেন, "প্রতিটি যাত্রার মত, এটিরও সমাপ্তি হবে। প্রতিবার আমি যখন আমি মাঠে নেমেছি, আমি নিজের সেরাটা দিয়েছি ভারতকে জেতানোর জন্য। এই তেরঙার প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমার মনে হয়েছে এখনই সেরা সময় নিজের খেলোয়াড়ি কেরিয়ারে ইতি ঘটানো, কারণ এই দলটি কিছু দুর্দান্ত তরুণী ও প্রতিভাবান খেলোয়াড়দের সক্ষম হাতে রয়েছে এবং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জ্বল।"
২৩২টি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচে মিতালি ৭৮০৫ রান করেছেন, ৫০ এর বেশি গড়ে। এছাড়া টি২০ আন্তর্জাতিকে ৮৯টি ম্যাচে ২৩৬৪ রান করেছেন। আর ১২টি টেস্ট খেলে একটি শতরান ও চারটি অর্ধশতরান সহ ৬৯৯ রান করেছেন মিতালি।