ভুটানের এই ক্রিকেট তারকার অন্তর্ভুক্তি হতে চলেছে এবারের আইপিএলে, নিলামে থাকছে তাঁর নাম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ভারতীয় ক্রিকেটের অন্যতম কর্মকান্ড আইপিএলের মেগা নিলাম হতে চলেছে ফেব্রুয়ারি মাসের ১২ ও ১৩ তারিখে। সেখানে বিশ্বের সব নামি দামি খেলোয়াড়েরা এক হাতুড়ির তলায় এসে পড়বেন। এবার সেই মহা নিলামে চমক হতে চলেছেন ভুটানের ক্রিকেটার মিকিও দর্জি। তিনি প্রথম ভুটানের ক্রিকেটার যিনি আইপিএল নিলামে অংশগ্রহণ করতে চলেছেন।
এই আইপিএল অনেক নতুন প্রতিভার জন্ম দিয়েছে। অনেক নতুন মুখ এই মঞ্চে এসে নিজেদের মেলে ধরেছেন। জসপ্রীত বুমরাহ, দীপক চাহার, হার্দিক পান্ডিয়া এই টুর্নামেন্টেরই ফসল।
এবার সেই মহামঞ্চে আবির্ভাব হতে চলেছে ভুটানের ক্রিকেটার মিকিও দর্জির। আশা করা যায় বিভিন্ন ফ্রাঞ্চাইজি তাঁকে নিজের দলে নেওয়ার জন্য ঝাঁপাবে।
এইবার আইপিএল ১০ দলের হতে চলেছে। লখনউ ও আহমেদাবাদ থেকে নতুন দুই ফ্র্যাঞ্চাইজির অন্তর্ভুক্তি হয়েছে এই বার। ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে এই নিলামের দিকে তাকিয়ে।