টেস্ট ক্রিকেটকে বাঁচাতে ওয়ানডে ফর্ম্যাটের ম্যাচ কমিয়ে দেওয়ার পরামর্শ এমসিসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বর্তমানে টি২০ ক্রিকেটের উত্থান একেবারে আকাশছোঁয়া। অন্যদিকে প্রবল আশঙ্কা সত্ত্বেও আধুনিকতাকে সম্বল করেই জিইয়ে রয়েছে ঐতিহ্যশালী টেস্ট ক্রিকেট। এই পরিস্থিতিতে একপ্রকার অস্তিত্ব সংকটে পড়েছে ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেট। সামনেই ওয়ানডে বিশ্বকাপ, আর তার কয়েক মাস আগে এই অস্তিত্ব সংকট নিয়ে বড়সড় খবর এল সামনে।
ঐতিহাসিক মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের বিশ্ব কমিটি সুপারিশ দিয়েছে, ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের পর থেকে পুরুষদের ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা যাতে কমানো যায়।
প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইক গ্যাটিংয়ের নেতৃত্বে এই কমিটি বছরের দুইবার বসে এবং ক্রিকেটের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে।
আরও পড়ুন - লাল-হলুদ আইকনিক জার্সি পরে মাঠে নামাই আমার কাছে অন্যতম অনুপ্রেরণা: প্রভসুখন সিং গিল
যেভাবে প্রতিনিয়ত ঘরোয়া টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগ বাড়ছে, তাতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ সরানোর পরামর্শ দিয়েছে এমসিসির এই কমিটি। বরং ৫০ ওভারের বিশ্বকাপের আগের ১২ মাসে এই দ্বিপাক্ষিক সিরিজগুলি করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে খেলার মান বাড়ে এবং বিশ্বের ক্রিকেটীয় দিনপঞ্জিতে প্রয়োজনীয় জায়গা পাওয়া যায়।
এছাড়া টেস্ট ক্রিকেট ও মহিলা ক্রিকেটকে রক্ষা করতে অতিরিক্ত অর্থ ঢালার পরামর্শ দিয়েছে এমসিসির বিশ্ব কমিটি।
এই কমিটির ধারণা, ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বাইরের দেশগুলির পক্ষে টেস্ট ক্রিকেট আয়োজন করা মুশকিল হয়ে পড়ছে, যেহেতু আর্থিক ভারসাম্যটি ক্রমেই নষ্ট হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আর্থিক অডিট করার পরামর্শ দিয়েছে এমসিসি।
পাশাপাশি মহিলা ক্রিকেটের বৃদ্ধির জন্য অ্যাসোসিয়েট দেশগুলিকে সামনে আনার পরামর্শ আইসিসিকে দিয়েছে এমসিসি। যে সকল অ্যাসোসিয়েট দেশ টেস্ট স্ট্যাটাস পেতে চাইছে এবং মহিলা দল নামাতে আগ্রহী, তাদের নিয়ে আসা দরকার বলে মনে করছে এমসিসির বিশ্ব কমিটি।