এখনও ফুরিয়ে যাননি! রঞ্জিতে অনবদ্য শতরান মনোজ তিওয়ারির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অনেকেরই সন্দেহ ছিল, আগের সেই ছন্দ দেখাতে পারবেন না মনোজ তিওয়ারি। রাজনীতিতে যোগদান, মন্ত্রীত্বের চাপ - এসবের মাঝে খেলায় মনোযোগ দেওয়াটা খুবই কঠিন যে কোনও ক্রিকেটারের জন্য। তবে বাংলার জার্সিতে যেন সর্বদাই নিজের সেরাটা দিয়ে থাকেন মান্নি দা।
আর চলতি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ঝাড়খন্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতরান হাঁকেন মনোজ। নিজের প্রথম শ্রেণীর কেরিয়ারে ২৮তম, আর রঞ্জি ট্রফিতে ২৩তম শতরান হাঁকলেন মনোজ।
শেষ অবধি ১৮৫ বলে ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে রান আউট হন মনোজ তিওয়ারি। এই ইনিংস খেলার সময়ে ১৯টি চার ও দুটি ছক্কা হাঁকান মনোজ। বলা বাহুল্য, প্রথম ইনিংসেও দুর্দান্ত ৭৩ রানের ইনিংস খেলেন মনোজ।