গুজরাটের বিরুদ্ধে কি অভিষেক হবে অর্জুন তেন্ডুলকরের? মুম্বই শিবির থেকে এল বড় আপডেট

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ইতিমধ্যেই আইপিএল ২০২২ প্লে-অফসের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে এখন হারানোর মত কিছুই নেই পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের। এই পরিস্থিতিতে আগামী ম্যাচগুলিতে বেঞ্চে থাকা তরুণ খেলোয়াড়দের খেলাতে পারে মুম্বই।
এই পরিস্থিতিতে অনেকেই অপেক্ষা করছেন শচীন তেন্ডুলকরের ছেলে অর্জুনের অভিষেকের জন্য। গত কয়েক ম্যাচ ধরে সম্ভাবনা থাকলেও নামেননি অর্জুন। এবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কি অভিষেক করবেন অর্জুন?
এই নিয়ে বড় আপডেট দিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হেড কোচ মাহেলা জয়বর্ধনে। গুজরাটের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে মাহেলা বলেছেন, "আমার মনে হয় এই দলের প্রত্যেকেই আমাদের কাছে অপশন। আমরা দেখব বিষয়গুলি কেমন যায়। পুরো বিষয়টা নির্ভর করে ম্যাচ-আপ নিয়ে এবং কিভাবে আমরা ম্যাচ জিতব। আমাদের মূল লক্ষ্য হবে সঠিক ম্যাচ-আপ নিশ্চিত করা।"
"প্রতিটা ম্যাচই আত্মবিশ্বাস দেয়, আমরা আমাদের প্রথম জয় অর্জন করেছি এবং এখন একসাথে টানা জিতে আত্মবিশ্বাস ফিরিয়ে আনাই লক্ষ্য হবে। মাঠে সেরা খেলোয়াড়দের নামানোটা জরুরি। যদি অর্জুন তাদের একজন হয়, আমরা অবশ্যই চিন্তাভাবনা করব। হ্যাঁ, সব কিছুই নির্ভর করছে কি কম্বিনেশন আমরা নিয়ে আসব।"
চলতি আইপিএলে একাধিক তরুণ প্রতিভাকে সুযোগ দিয়েছে মুম্বই। দক্ষিণ আফ্রিকার ডিওয়াল্ড ব্রেভিস, তিলক ভার্মা, হৃতিক শোকিন ও কুমার কার্তিকেয় সুযোগ পেয়েছেন এবং প্রত্যেকেই সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন। বলা বাহুল্য, গত ৩০ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরশুমের প্রথম জয় তুলে আনে মুম্বই।