চিপকে মুম্বাই বধ করতে এই একাদশ নামাবে লখনউ সুপার জায়ান্টস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার চিপকে আইপিএল ২০২৩ এলিমিনেটরে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের নকআউট পর্বে হারানোটা কঠিন, আর সেই কঠিন কাজটিই করতে চাইবে লখনউ।
আরও পড়ুন - সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া নিয়ে কি বললেন কেএল রাহুল?
জয়যাত্রার মধ্যে দিয়ে চলছে লখনউ, গ্রুপের শেষ তিনটি ম্যাচেই জিতেছে তারা। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে তাদেরই ঘরে হারিয়ে প্লেঅফসে উঠেছে লখনউ। এদিকে হেড টু হেড মুম্বাইকে ধরাশায়ী করেছে লখনউ। তিনবারের সাক্ষাতে তিনবারই জিতেছে সুপার জায়ান্টস।
এদিকে চিপকে লখনউয়ের স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। রবি বিষ্ণোই ও অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া বাড়তি সুবিধা পাবেন। প্রয়োজনে কৃষ্ণাপ্পা গৌথমের অফ স্পিনও কাজে আসবে।
আরও পড়ুন - বাবা আইসিইউতে ছিলেন, তবুও মুম্বাইয়ের বিরুদ্ধে দুরন্ত বোলিং মহসিন খানের
কিন্তু চিন্তা থাকবে লখনউয়ের টপ অর্ডার নিয়ে। সেভাবে ভালো শুরু করতে পারছে না টপ অর্ডারের ব্যাটাররা। শেষের দিকে মার্কাস স্টোইনিস ও নিকোলাস পুরানদের উপর নির্ভর করতে হচ্ছে লখনউকে।
কুইন্টন ডি কক, করণ শর্মা, প্রেরক মানকড়, ক্রুণাল পান্ডিয়া, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান (উইকেটকিপার), আয়ুষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌথম, নবীন উল হক, মহসিন খান, রবি বিষ্ণোই।
ইমপ্যাক্ট প্লেয়ার - যশ ঠাকুর