কলকাতাকে হারিয়ে প্লেঅফস নিশ্চিত করতে এই একাদশ নামাবে লখনউ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : এই মুহুর্তে প্লেঅফসে ওঠার দৌড়ে এগিয়ে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। শনিবার ইডেন গার্ডেন্সে কলকাতাকে হারিয়ে প্লেঅফসে নিজেদের জায়গা নিশ্চিত করতে চাইবে লখনউ। গত ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে আত্মবিশ্বাসী সুপার জায়ান্টস।
এই পরিস্থিতিতে কলকাতাকে হারাতে কি একাদশ নামাবে লখনউ, চলুন দেখে নিই।
ওপেনিংয়ে কুইন্টন ডি ককের সাথে দীপক হুডাকে নামাতে পারে লখনউ। তিন নম্বরে প্রেরক মানকড়কে খেলাবে লখনউ, যিনি হায়দ্রাবাদের বিরুদ্ধে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন।
এদিকে চারে মার্কাস স্টোইনিস ও পাঁচে ক্রুণাল পান্ডিয়া বল ও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ছয়ে নিকোলাস পুরান ও সাতে আয়ুষ বাদোনি মূলত আক্রমণ চালাবেন ইনিংসের শেষের দিকে।
বোলিংয়ে নবীন উল হক ও মহসিন খানের বোলিং অবশ্যই কার্যকরী হবে। এদিকে রবি বিষ্ণোই এই দলের এক্স ফ্যাক্টর। আর স্বপ্নিল সিংও বোলিংয়ের ধার বাড়াবেন।
কুইন্টন ডি কক, দীপক হুডা, প্রেরক মানকড়, মার্কাস স্টোইনিস, ক্রুণাল পান্ডিয়া (অধিনায়ক), নিকোলাস পুরান (উইকেটকিপার), আয়ুষ বাদোনি, নবীন উল হক, রবি বিষ্ণোই, স্বপ্নিল সিং, মহসিন খান।
ইমপ্যাক্ট প্লেয়ার - কর্ণ শর্মা