প্রথম দুই-এর লক্ষ্যে মুম্বইয়ের বিরুদ্ধে এই দল নামাতে চলেছে লখনউ সুপার জায়েন্টস

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মঙ্গলবার ২০২৩ আইপিএলের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে চলেছে লিগ টেবিলের তিন নম্বরে থাকা মুম্বই ইন্ডিয়ান্স এবং চার নম্বরে থাকা লখনউ সুপার জায়েন্টস। দুটি দলের কাছেই এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মুহূর্তে একটি ম্যাচ হারার অর্থ হল প্লে অফের দৌড় থেকে একপ্রকার ছিটকে যাওয়া।
লখনউয়ের একানা স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে নামবে ক্রুনাল পান্ডিয়ার দল। শেষ ম্যাচে লখনউয়ের দল ৭ উইকেটে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদকে। অন্যদিকে শেষ দুটি ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী মুম্বই ইন্ডিয়ান্স।
সম্প্রতি লখনউ অধিনায়ক কে এল রাহুল চোটের কারণে ছিটকে গেলেও লখনউ দলের ব্যাটিং এই আইপিএলের অন্যতম শক্তিশালী। রাহুলের পরিবর্তে সুযোগ পেয়ে বেশ ভালো খেলছেন কুইন্টন ডি কক। ডি কক ছাড়াও কাইল মেয়ার্স, মার্কাস স্টোইনিস, বাদোনি, নিকোলাস পুরানরাও বেশ ভালো ফর্মে রয়েছেন।
তবে ব্যাটিং শক্তিশালী হলেও বোলিং নিয়ে সমস্যা রয়েছে লখনউ দলে। বিশেষত পেস বোলাররা অত্যাধিক রান দিয়ে ফেলছেন বোলিংয়ের সময়। যদিও ক্রুনাল পান্ডিয়া-অমিত মিশ্রর নেতৃত্বে লখনউয়ের স্পিন বিভাগ বেশ ভালো পারফর্ম করেছে।
কাইল মেয়ার্স, কুইন্টন ডি কক (উইকেট রক্ষক), প্রেরক মানকড়, মার্কাস স্টোইনিস, নিকোলাস পুরান, ক্রুনাল পান্ডিয়া (অধিনায়ক), আয়ুশ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌতম, যশ ঠাকুর / যুধভীর সিং চড়ক, রবি বিষ্ণোই, অমিত মিশ্র