বিদায় নাইট বাহিনীর! আবারও মন জিতলেন রিঙ্কু

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ শনিবার ইডেন গার্ডেন্সে রুদ্ধশ্বাস ম্যাচে মুখোমুখি হয় কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টস। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে লখনউ-এর বিরুদ্ধে বড় জয়েই একমাত্র প্লে অফের টিকিট এনে দিতে পারতো নাইট বাহিনীকে। তবে ১ রানে ম্যাচ হেরে মরশুম শেষ করলো কলকাতা নাইট রাইডার্স।
টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক নীতিশ রানা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের থেকে বেশি নেট রান রেট করতে হলে কলকাতা নাইট রাইডার্সকে ম্যাচটি জিততে হত ৮ ওভারের মধ্যে। যা একপ্রকার অসম্ভব লক্ষ্য ছিল।
প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৭ রান করে ক্রুনাল পান্ডিয়ার দল। শুরুতে ডি কক এবং প্রেরক মানকড় ভালো খেললেও তারা আউট হওয়ার পর নারিন, শার্দুল বৈভবদের বোলিংয়ে চাপে পড়ে যান লখনউ ব্যাটাররা।
যদিও নিকোলাস পুরানের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ভর করে ১৭৭ রানে পৌছায় লখনউ। ৩০ বলে ৫৮ রানের ইনিংস খেলেন পুরান। অন্যদিকে দুটি করে উইকেট পান শার্দুল ঠাকুর, সুনীল নারিন এবং বৈভব অরোরা।
অন্যদিকে ব্যাট করতে নেমে জেসন রয় এবং ভেঙ্কটেশ আইয়ার শুরুতে ভালো রান করেন। জেসন রয় ২৮ বলে ৪৫ রান করেন ভেঙ্কটেশ করেন ১৫ বলে ২৪ রান। কিন্তু এরপর অধিনায়ক রানা, গুরবাজ এবং রাসেল ব্যাট হাতে ব্যর্থ হন।
ফর্মে থাকা রিঙ্কু সিং একা লড়াই করে যান লখনউয়ের বিরুদ্ধে। যদিও তাঁর চেষ্টা শেষ পর্যন্ত বিফলে যায়। ৩৩ বলে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন রিঙ্কু। এই আইপিএলের সেরা প্রাপ্তি রিঙ্কু সিং। আইপিএল না জিতলেও মন জিতলেন ক্রিকেট বিশ্বের।
অন্যদিকে সবুজ-মেরুন জার্সিতে কলকাতার ঘরের মাঠে ম্যাচ জিতে প্লে অফে পৌছে যায় গৌতম গম্ভীরের লখনউ সুপার জায়ান্টস।