বাজে পিচের শাস্তি! চাকরি গেল লখনউর পিচ কিউরেটরের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : রবিবার লখনউর একানা ক্রিকেট স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ড টি-২০ ম্যাচে ঘটে যায় এক অবিশ্বাস্য ব্যাপার। পুরো ম্যাচে একটিও ৬ মারতে পারেন নি দুই দলের কোনো ব্যাটসম্যান। প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড মাত্র ৯৯ রান তোলে ৮ উইকেটের বিনিময়। ম্যাচটি এক বল বাকি থাকতে জিতে নেয় ভারত। কিন্তু পুরো ম্যাচে একটিও ওভার বাউন্দারি না হওয়ার ফলে বড় শাস্তি পেলেন পিচ কিউরেটর সুরেন্দার কুমার।
ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডেয়া পিচ সম্পর্কে জানিয়েছিলেন এটি একটি 'অবাক হওয়ার মত পিচ'। খবর অনুযায়ী, সুরেন্দার কুমারকে অবিলম্বে বহিস্কার করা হয় এবং তার পরিবর্তে নিয়ে আসা হয় সঞ্জিব আগারওয়াল।
খবর অনুযায়ী, একানা স্টেডিয়ামের সেন্টার পিচ গুলিতে প্রচুর পরিমাণে ঘরোয়া ক্রিকেট খেলা হয়েছে এই টি-২০ ম্যাচের আগে। পিচ গুলি প্রয়োজনের থেকে বেশি পরিমাণে ব্যবহার করা হয় এবং যেহেতু আবহাওয়াও ভালো ছিলনা তার জন্য নতুন পিচ বানানোও সম্ভব হয়নি। সঞ্জিব আগারওয়াল বিসিসিআই এর কিউরেটর তাপোস চ্যাটার্জির সাথে কাজ করবেন বলে জানা গেছে।