মধুর প্রতিশোধ দিল্লির, প্লে-অফে ওঠার স্বপ্নভঙ্গ পাঞ্জাবের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বুধবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। পয়েন্ট টেবিলের দিকে নজর রাখলে, ইতিমধ্যেই প্লে-অফ থেকে ছিটকে গেছে ক্যাপিটালসরা। দিল্লির ঘরের মাঠে দুই দলের আগের ম্যাচে শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল ৩১ রানে দিল্লি ক্যাপিটালসকে পরাজিত করেছিল। কিন্তু এদিন ধর্মশালায় তার প্রতিশোধ নিল ক্যাপিটালসরা। পাঞ্জাবের বিরুদ্ধে ১৫ রানে জয় ছিনিয়ে নেয় ওয়ার্নারের দল।
এদিন টসে জিতে বোলিং করার সিধান্ত নেন শিখর ধাওয়ান। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ২১৩ রান করে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে ১৯৮ রানে শেষ হয়ে যায় পাঞ্জাব কিংসের ইনিংস।
প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন ডেভিড ওয়ার্নার ও পৃথ্বী শ। ডেভিড ওয়ার্নার করেন ৩১ বলে ৪৬ রান ও পৃথ্বী শ করেন ৩৮ বলে ৫৪ রান। ৯৪ রানের পার্টনারশিপ করেন তাঁরা। এরপর ওয়ার্নার আউট হতেই মাঠে নামেন রুশো। এরপর মাঠে ঝড় তোলেন রুশো। মাত্র ৩৭ বলে ৮২ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে দিল্লি করে ২১৩ রান। পাঞ্জাব কিংসের হয়ে একমাত্র স্যাম কারান নেন ২টি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই উইকেট হারায় পাঞ্জাব কিংস। শূন্য রানে ফিরে যান অধিনায়ক শিখর ধাওয়ান। তবে চারে নামা লিয়াম লিভিংস্টোন এবং অথর্ব পাঞ্জাবকে জেতানোর চেষ্টা করেছিলেন। অথর্ব ৪২ বলে ৫৫ রান করেন, কিন্তু এরপর অথর্ব ‘রিটায়ার্ড আউট’ হয়ে ফিরে যান।
অর্ধশতরান করেও সাজঘরে ফিরতে হয় তাঁকে। জিতেশ শর্মা তৃতীয় বলেই মারতে গিয়ে আউট হন। শাহরুখ খানেরও একই অবস্থা হয়। লিভিংস্টোন ৯৪ রানের ইনিংস খেললেও শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে আসতে পারেননি।