বাংলার জন্য সুখবর! বিশ্বকাপের সেমি ফাইনাল হতে চলেছে ইডেন গার্ডেন্সে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বড় খবর বাংলার জন্য। আসন্ন আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সেমি ফাইনাল আয়োজিত হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর একটি সেমি ফাইনাল আয়োজিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
মঙ্গলবার অর্থাৎ ২৭ জুন মুম্বাইয়ে বিশ্বকাপের সূচি ঘোষণা করা হবে। আগামী ৫ অক্টোবর উদ্বোধন ও ১৯ নভেম্বর ফাইনাল আয়োজিত হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে।
এক সর্বভারতীয় ক্রীড়া সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ইডেন গার্ডেন্স ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে এবারের বিশ্বকাপের দুটি সেমি ফাইনাল আয়োজিত হতে চলেছে। এর আগে সেমি ফাইনাল আয়োজনের জন্য চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়াম দৌড়ে থাকলেও ইডেন গার্ডেন্স টেক্কা দিয়ে দিল।
এর আগে ইডেন গার্ডেন্স ১৯৮৭ সালে ও ওয়াংখেড়ে স্টেডিয়াম ২০১১ সালের বিশ্বকাপের ফাইনাল আয়োজন করেছে। বলা বাহুল্য, সদ্য সমাপ্ত আইপিএলে সেরা মাঠের পুরষ্কার যুগ্মভাবে পেয়েছে ইডেন ও ওয়াংখেড়ে।
আরও পড়ুন - ধোনি নন, সুনীল গাভাস্কারের মতে আসল ‘ক্যাপ্টেন কুল’ এই কিংবদন্তি ক্রিকেটার
এদিকে আইসিসির তরফ থেকে বিশ্বকাপের সূচি ঘোষণায় বিলম্ব হলেও, মঙ্গলবার মুম্বাইয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সূচি আয়োজন করা হবে।