আইপিএল ফাইনালে শুরুতেই সুবিধা কলকাতার, টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নাইটদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২১ এর মেগা ফাইনালে শুরুতেই অ্যাডভান্টেজ পেয়ে গেল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে জিতলেন কেকেআর অধিনায়ক ইয়ন মর্গ্যান। আর টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন।
এদিকে অনেকের ধারণা ছিল, মরশুমের সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারেন আন্দ্রে রাসেল। কিন্তু শেষ অবধি উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি কলকাতা টিম ম্যানেজমেন্ট। একই ভাবে চেন্নাই সুপার কিংসও নিজেদের উইনিং কম্বিনেশন ধরে রেখেছে।
কলকাতা নাইট রাইডার্স - শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠি, দীনেশ কার্তিক (উইকেটকিপার), ইয়ন মর্গ্যান (অধিনায়ক), শাকিব আল হাসান, সুনীল নারাইন, লকি ফার্গুসন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী।
চেন্নাই সুপার কিংস - রুতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু প্লেসিস, রবিন উথাপ্পা, মইন আলি, অম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক / উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্রাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জশ হেজলউড।