আইপিএল ২০২২ নিলামে প্যাট কামিন্স ও শ্রেয়াস আইয়ারকে তুলে বড় চমক কলকাতার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আইপিএল ২০২২ এর মেগা নিলামে একাধিক নামের প্রতি ছিল নজর। তবে কলকাতা নাইট রাইডার্স কাদের তুলবে, সে নিয়ে ছিল বড় প্রশ্ন। মার্কি সাইনিংয়ে দুটি বড় চমক হাজির করল কলকাতা।
প্রথমে তারকা অজি পেসার তথা টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে তুলে নিল কলকাতা। গতবারের থেকে অনেক কম দাম, অর্থাৎ ৭.২৫ কোটি টাকায় কামিন্সকে তুলে নিল নাইটরা।
এরপর এবারের নিলামের সব থেকে বড় নজর শ্রেয়াস আইয়ারকে রেকর্ড ১২.২৫ কোটি টাকায় তুলে নিল নাইটরা। অধিনায়ক হিসেবে শ্রেয়াসকে নেওয়ার জন্য অনেকেই বিড করেছিল, কিন্তু শেষ অবধি লড়াইটা জিতল কেকেআর।