শেষ মুহূর্তের চমক! কেকেআরে আসছেন বিশ্বকাপজয়ী এই তারকা ব্যাটার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: শেষ মুহুর্তে বাজিমাত কলকাতা নাইট রাইডার্সের। নাইট রাইডার্সের দলে এবার ইংরেজ তারকা জেসন রয়। শ্রেয়স আইয়ার ও শাকিব আল হাসানের পরিবর্তে এই তারকা খেলোয়াড়কে দলে নিল নাইট ব্রিগেড।
প্রসঙ্গত চোটের কারণে ছিটকে গিয়েছেন শ্রেয়স আইয়ার। আদেও তাঁকে কবে পাওয়া যাবে তা এখনও নিশ্চিৎ নয়।বাংলাদেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানও নাইট রাইডার্স দলে যোগ দিতে পারবেন না, সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে। জাতীয় কর্তব্য পালনের ক্ষেত্রে বিধি নিষেধ এবং ব্যক্তিগত সমস্যার কারণেই তিনি এই টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করলেন। তখন থেকেই কলকাতা নাইট রাইডার্সের অন্দরমহলে একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘোরা ফেরা করছিল। কে হবে শ্রেয়স ও শাকিবের বদলি?
এবার ইংল্যান্ডের বিশ্বকাজয়ী তারকা ক্রিকেটার জেসন রয়কে দলে নিল তারা। ২ কোটি ৮০ লক্ষ টাকায় তাঁকে দলে নিল নাইট ব্রিগেড। আর সবথেকে গুরুত্বপূর্ন বিষয় জেসন রয়কে পুরো মরশুমের জন্য পাবে কেকেআর। ঘরের মাঠে নামার আগেই জেসন রয়কে দলে নিয়ে চমক দিল কেকেআর।