নিলামের দ্বিতীয় দিনে বড় চমক কলকাতার, সস্তায় তুলে নিল অজিঙ্ক রাহানেকে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও শুরুতে চমক দিল কলকাতা নাইট রাইডার্স। চলতি আইপিএল নিলামের দ্বিতীয় দিনে ব্যাটিং সেট ২ এ হাজির হয়েছিল অজিঙ্ক রাহানের নাম। আর প্রাক্তন ভারতীয় টেস্ট সহ-অধিনায়ককে বেস প্রাইস এক কোটি টাকায় তুলে চমকে দিল কলকাতা নাইট রাইডার্স।
শনিবার শ্রেয়স আইয়ারকে বিশাল দামে তুলে নিয়েছিল কলকাতা, আশা করা হয়েছিল তিনিই হবেন কেকেআরের নতুন অধিনায়ক। তবে রাহানেকে তুলে নেওয়ার ফলে এবার অধিনায়কত্ব নির্বাচনে অনেক অপশন পেয়ে গেল নাইটরা। এছাড়া প্যাট কামিন্সও রয়েছেন, যিনি বর্তমানে অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক।