ভুলের শিক্ষা নিয়ে হায়দ্রাবাদের বিরুদ্ধে এই পরিবর্তন করবে কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : গত ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে বাজেভাবে হেরে জয়ের মোমেন্টাম কিছুটা হলেও নষ্ট হয়েছে কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু এবার সেই মোমেন্টাম ফিরে পাওয়ার পাশাপাশি প্লে অফের দৌড়ে এগিয়ে যাওয়ার বড় সম্ভাবনা রয়েছে নাইটদের।
আইপিএলের ৪৯তম ম্যাচে কলকাতার মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ, যারা বর্তমানে লিগ টেবিলের শেষে রয়েছে এবং কেবল দুই ম্যাচ জিতে রয়েছে। এই পরিস্থিতিতে সহজ তিন পয়েন্ট আসা উচিত নাইটদের। তবে পুরোনো ভুল থেকে শিক্ষা নিয়ে সাবধানী ইয়ন মর্গ্যানরা।
এই পরিস্থিতিতে কলকাতা বোলিং লাইন আপে পরিবর্তন আনতে পারে। কিউই উইকেটকিপার ব্যাটসম্যান টিম সাইফার্টকে সরিয়ে বেন কাটিং কিংবা শাকিব আল হাসানকে খেলাতে পারে নাইটরা। এই পরিস্থিতিতে ব্যাটিংয়ে গভীরতার পাশাপাশি বোলিং অপশনও বাড়বে নাইটদের।
ভেঙ্কটেশ আইয়ার ও রাহুল ত্রিপাঠী চমৎকার ফর্মে রয়েছে, নীতিশ রানাও শেষের দিকে বড় রান করছেন। তবে চিন্তা থাকবে অধিনায়ক ইয়ন মর্গ্যান ও ওপেনার শুভমন গিলের ফর্মের উপর। এছাড়া টিম সাউদি ও শিবম মাভির খারাপ ফর্মও ভাবাবে নাইটদের। যদিও স্পিন যুগল বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন বেশ ভরসা দিয়েছে কলকাতাকে।
সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ - শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), নীতিশ রানা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), বেন কাটিং / শাকিব আল হাসান, সুনীল নারাইন, শিবম মাভি, টিম সাউদি, বরুণ চক্রবর্তী।