পাঞ্জাবের বিরুদ্ধে এই একাদশ নিয়ে নামতে পারে কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার মোহালিতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৩ অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। জিতে আইপিএল অভিযান শুরু করতে চাইবে নাইটরা। তবে শ্রেয়াস আইয়ারের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা দেবে নাইটদের।
নতুন অধিনায়ক নীতিশ রানার হাতে একাধিক অপশন রয়েছে। ফলে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি করাটা চিন্তার হবে নাইট ম্যানেজমেন্টের জন্য।
ওপেনিংয়ে রহমনুল্লাহ গুরবাজের সাথে ভেঙ্কটেশ আইয়ার নামতে পারেন। তিনে নামবেন নারায়ণ জগদীশন। এদিকে চারে অধিনায়ক নীতিশ রানা নিজের পছন্দের জায়গায় খেলবেন। পাঁচে খেলবেন রিঙ্কু সিং।
এদিকে ছয়ে ও সাতে ব্যাট করতে নামবেন আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। আটে আসবেন শার্দুল ঠাকুর, যিনি ব্যাট হাতেও কার্যকরী।
বোলিংয়ের কথা বললে, উমেশ যাদব ও টিম সাউদি পেস ব্রিগেডের নেতৃত্ব দেবেন। স্পিন বিভাগে নারাইনকে সহায়তা দিতে খেলতে পারেন বরুণ চক্রবর্তী কিংবা সুয়াশ শর্মার মধ্যে কোনও এক মিস্ট্রি স্পিনার। আন্দ্রে রাসেল ডেথ ওভারে অত্যন্ত কার্যকরী ভূমিকা নেবেন।
এছাড়া শার্দুল ঠাকুরও অত্যন্ত উপযোগী হবেন। এমনকি, ভেঙ্কটেশ আইয়ারের মিডিয়াম পেসও রয়েছে অপশনে। ফলে বোলিংয়ে অসংখ্য অপশন রয়েছে কলকাতার কাছে।
রহমনুল্লাহ গুরবাজ, ভেঙ্কটেশ আইয়ার, নারায়ণ জগদীশন (উইকেটকিপার), নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, টিম সাউদি, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।