দিল্লির বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে এই সুপারস্টারকে ফিরিয়ে আনতে বাধ্য হবে কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : অষ্টমীর শুভতিথিতে কলকাতা নাইট রাইডার্সের কাছে সুবর্ণ সুযোগ দীর্ঘ সাত বছর পর আইপিএলের ফাইনালে ওঠা। তবে তাদের সামনে রয়েছে শক্তিশালী দিল্লি ক্যাপিটালস, যারা গ্রুপ পর্বে শীর্ষে থেকে শেষ করেছে।
তবে এক্ষেত্রে দিল্লির উপর বেশ চাপ ফেলেছে কলকাতা। আইপিএল ২০২১ এ সংযুক্ত আরব আমিরশাহি লেগে দিল্লি ক্যাপিটালসকে দাপটের সাথে হারিয়েছিল কলকাতা। এছাড়া প্রথম কোয়ালিফায়ারে চেন্নাই সুপার কিংসের কাছে পরাজয়ের শিকার হয় ঋষভ পন্থরা। ফলে মানসিক দিক থেকে দিল্লি পিছিয়ে রয়েছে। এদিকে ফর্মে ফুটছে নাইটরা, শক্তিশালী রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে নিজেদের আশা জিইয়ে রেখেছে কলকাতা।
কলকাতার ক্ষেত্রে বড় সুবিধা হল তাদের স্পিনারদের দুর্দান্ত ফর্ম। বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন ম্যাচের পর ম্যাচ আরও উন্নত হচ্ছেন, এদিকে শাকিব আল হাসানও বেশ ভালো পারফর্ম করছেন। তবে আন্দ্রে রাসেলের চোট সেরে ওঠায় সম্ভাবনা রয়েছে পরিবর্তনের। সেক্ষেত্রে শাকিবের জায়গায় আসতে পারেন আন্দ্রে রাসেল।
এদিকে ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব দেখা দিয়েছে। আরসিবির ১৩৮ রান তুলতে গিয়ে নাভিঃশ্বাস উঠে গিয়েছিল নাইট ব্যাটারদের। ফলে সেই ধারাবাহিকতাটি ধরে রাখতে হবে দিল্লির দুরন্ত বোলিং আক্রমণের বিরুদ্ধে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য একাদশ - শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, দীনেশ কার্তিক, ইয়ন মরগান, শাকিব আল হাসান / আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শিবম মাভি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী।