দুর্ধর্ষ RCB এর বিরুদ্ধে এই একাদশে নামতে পারে কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে তিন বছর পর খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। সামনে দুর্ধর্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসিস, গ্লেন ম্যাক্সওয়েলদের ঝোড়ো ব্যাটিং এবং রিস টপলি, হর্ষাল প্যাটেলদের বুদ্ধিদীপ্ত বোলিং চিন্তায় রাখবে নাইটদের।
এই পরিস্থিতিতে চলতি আইপিএলে প্রথম জয় পেতে মুখিয়ে থাকবে নাইটরা। সেক্ষেত্রে কি একাদশ নিয়ে নামবে কলকাতা, সেটাই দেখার বিষয়।
যা সম্ভাবনা, তাতে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলা একাদশই হয়ত খেলবে আরসিবির বিরুদ্ধে। রহমনুল্লাহ গুরবাজ ও মনদীপ সিংকে ওপেন করিয়ে তিনে ভেঙ্কটেশ আইয়ারকে খেলানো হতে পারে। চারে অধিনায়ক নীতিশ রানা ও পাঁচে রিঙ্কু সিং খেলতে পারেন। ছয়ে ও সাতে যথারীতি ঝড় তুলতে নামবেন আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন।
আটে আর নয়ে নামতে পারেন ঝাড়খন্ডের অনুকূল রায় ও শার্দুল ঠাকুর। দুজনেই ব্যাট হাতে অত্যন্ত উপযোগী। দশে ও একাদশে দুই পেসার টিম সাউদি ও উমেশ যাদব থাকবেন।
এদিকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে ভেঙ্কটেশ আইয়ার ও বরুণ চক্রবর্তীর মধ্যে একজন থাকবেন। সেক্ষেত্রে অপরজন থাকবেন প্রথম একাদশে।
মনদীপ সিং, রহমনুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, অনুকূল রায়, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, টিম সাউদি।
ইমপ্যাক্ট প্লেয়ার - বরুণ চক্রবর্তী।