মরণবাঁচন ম্যাচে লখনউকে হারাতে এই একাদশ নিয়ে নামবে কলকাতা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শনিবার ইডেন গার্ডেন্সে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে নিজেদের আশা জিইয়ে রেখেছে নাইটরা।
এই পরিস্থিতিতে ঘরের মাঠে লখনউকে বিরাট বড় ব্যবধানে হারাতেই হবে কলকাতাকে, তবেই প্লেঅফসে উঠতে পারবে। এই পরিস্থিতিতে কি একাদশ নিয়ে নামবে কলকাতা? চলুন দেখে নিই।
ওপেনিংয়ে রহমনুল্লাহ গুরবাজ ও জেসন রয়কে দিয়ে শুরু করবে নাইটরা। এদিকে তিনে ভেঙ্কটেশ আইয়ার ও চারে অধিনায়ক নীতিশ রানা খেলবেন। পাঁচে যথারীতি রিঙ্কু সিং এবং ছয়ে আন্দ্রে রাসেল ঝড় তুলবেন। সাতে সুনীল নারাইন ও আটে শার্দুল ঠাকুর ক্যামিও ইনিংস খেলার ভূমিকা পালন করবেন।
এদিকে বোলিংয়ের কথা বললে, ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুয়াশ শর্মার উপস্থিতি কাজে দেবে নাইটদের। পাশাপাশি বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইনের স্পিনও কার্যকরী হবে। পেস ব্রিগেডে বৈভব অরোরা, হর্ষিত রানা ও শার্দুল ঠাকুরকে দায়িত্ব নিতে হবে। এদিকে আন্দ্রে রাসেলকেও বোলিংয়ে ভূমিকা নিতে হবে।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ - জেসন রয়, রহমনুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, বৈভব অরোরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।
ইমপ্যাক্ট প্লেয়ার - সুয়াশ শর্মা