শারজায় পুনরুদ্ধারের লড়াই কলকাতার, রাজস্থানকে হারিয়ে প্লে অফে উঠতে মরিয়া

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার শারজায় মুম্বই ইন্ডিয়ান্সের দাপুটে জয়ের সাথে সাথে কলকাতা নাইট রাইডার্সের উপর চিন্তা বেড়ে গেল। বৃহস্পতিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লিগে নিজেদের শেষ ম্যাচ শুধু জিতলেই হবে না, বরং তাকাতে হবে লিগের অন্তিম ম্যাচডেতে মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের দিকেও।
এই পরিস্থিতিতে শারজায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জিতে প্লে অফের দিকে বড় পদক্ষেপ নিতে মরিয়া কলকাতা। অনুশীলনে ফিরে এসেছেন দুই তারকা বিদেশী আন্দ্রে রাসেল ও লকি ফার্গুসন। ফলে আশা করা যায়, গুরুত্বপূর্ণ ম্যাচে নামতে পারেন এই দুই তারকা।
এদিকে মুম্বইয়ের কাছে হারের পর প্লে অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছে রাজস্থান রয়্যালস। ফলে শেষ ম্যাচে কিছু নতুন খেলোয়াড়কে সুযোগ দিতে পারে রাজস্থান। তবে কলকাতাকে শক্তিশালী একাদশ নিয়েই নামতে হবে। শারজার ধীরগতির পিচে দুই স্পিনার সুনীল নারাইন ও বরুণ চক্রবর্তী অত্যন্ত উপযোগী হবে। এছাড়া আন্দ্রে রাসেল ফিরলে তার বৈচিত্র্যময় বোলিং বেশ উপযোগী হবে নাইটদের জন্য।
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটি জিতলে প্লে অফে ওঠার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে কলকাতা নাইট রাইডার্স। সেক্ষেত্রে শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে বড় ব্যবধানে জিততে হবে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। কিন্তু আপাতত অ্যাডভান্টেজ কলকাতা।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স সম্ভাব্য একাদশ - ভেঙ্কটেশ আইয়ার, শুভমন গিল, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল / শাকিব আল হাসান, সুনীল নারাইন, টিম সাউদি / লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী, শিবম মাভি।