আইপিএল ২০২২ এর জন্য চমকপ্রদ নতুন জার্সি আনল কলকাতা নাইট রাইডার্স

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আসন্ন আইপিএল ২০২২ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। এই পরিস্থিতিতে মরশুমের জন্য নয়া জার্সি প্রকাশ করল দুই বারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স।
শুক্রবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এক লাইভ সেগমেন্টে এই নতুন জার্সির উন্মোচন করেন সিইও ভেঙ্কি মাইসোর ও নবনিযুক্ত অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
এই জার্সিটিতে কেকেআরের চিরন্তন বেগুনি ও সোনালী রঙে মোড়া, যেখানে সোনালী রঙটি আরও বেশি ফুটে উঠেছে। জার্সির নীচের দিকে অংশটিতে বিশেষ ডিজাইন করা রয়েছে। এছাড়া এই কিটের মাঝে প্রদর্শিত হয়েছে নয়া প্রিন্সিপাল স্পনসরের নাম।
এই জার্সির বিষয়ে কেকেআর অধিনায়ক শ্রেয়াস আইয়ার বলেছেন, "এটি আবেগের সুতোয় বাধা। সেই আবেগ যা আমাদের অনুপ্রাণিত করে এটি পড়ার জন্য। যা আমাদের মধ্যে আগুন জ্বালায়, আর সেই আগুনে জেতার খিদে বাড়ায়। নয়া চ্যালেঞ্জের সাথে মানিয়ে নিতে, আমরা হৃদয় জিতি। এটি সমস্ত নাইট, ট্রেইলব্লেজার্স, স্টারগ্লেজার্স, গেমচেঞ্জার্সের ইউনিফর্ম। এখনই সময় নিজেদের তুলে ধরার। কেকেআর হ্যায় তৈয়ার।"