তিন বছর পর আবারও 'ঘরে ফেরার গান' কলকাতা নাইট রাইডার্সের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : তিন বছরের বিরতির পর বৃহস্পতিবার আবারও ইডেন গার্ডেন্সে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। আর নিজেদের ঘরে ফেরার গানকে তুলে ধরতে এই বছর নাইটদের নতুন স্লোগান, "বাড়ি ফিরছি এবার, আমি কেকেআর।"
নাইটদের এই ঘরের ফেরার উৎসব পালন করতে, কলকাতা শহরের ঐতিহ্যশালী কিছু দ্রষ্টব্য স্থানকে ফ্র্যাঞ্চাইজির রঙ, অর্থাৎ বেগুনি রঙে আলোকিত করা হয়েছে। হাওড়া ব্রিজ, পার্ক স্ট্রিট, আইটিসি রয়্যাল বেঙ্গল সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা রাঙানো হয়েছে বেগুনি আলোয়। এমনকি ম্যাচের সময়ে ইডেন গার্ডেন্সও বেগুনি আলোয় আলোকিত থাকবে।
পাশাপাশি শহরের বিভিন্ন শপিং মল, হোর্ডিং, মেট্রো ও বাসের গায়ে, ফ্লাইওভারে, পিলারে, বিভিন্ন জায়গায় কলকাতা নাইট রাইডার্সের পোস্টার সহ খেলোয়াড়দের কাটআউট লাগানো রয়েছে। শহরের ব্যস্ততম জায়গাগুলিতে কলকাতা নাইট রাইডার্সের ক্যান্টার ভ্যানও ঘুরে বেড়াবে।